পুনশ্চ
রাজেশ গঙ্গোপাধ্যায়
নিরবিচ্ছিন্ন ভাঙচুরের এবরোখেবরো পেরিয়ে
যেভাবে পাপড়িতে মুছে আসে অদৃশ্য কারণ
ঠিক সেভাবেই কখনো আশ্রয় মিলে যায় শব্দের স্নেহে
একাকী মুহূর্তরা জানে গানের ভেতর থেকে ঠিকরে বেরিয়ে আসা কান্নাদের
আত্মীয় নেই…এই অবরোহে কবেকার প্রতিশ্রুতি প্রত্নতত্ত্ব হয়ে উঠলে
যুদ্ধক্ষেত্র ফেরত সৈন্যদের সমবেত ব্যালাডের সুরে
দূরে কোথাও তীব্রতার অভিমুখ বদলে যাচ্ছে
তুমি বুঝতেই পারছ না নীতিকথার অতিকায় ছায়ার নীচে আমার দামাল হতে চাওয়াকেও
আসলে ভালোবাসাই বলে…
তারিখঃ এপ্রিল ৯, ২০২১
Subscribe
Login
0 Comments
Oldest