প্রিয়তম মৃত্যু
কুমকুম খান
একা আমি বাঁচতে শিখে গেছি প্রিয়তম মৃত্যু
একান্ত প্রেম অপ্রেম নির্জন শরীর জুড়ে
মৃত্যুকে পিছনে ফেলে সমুদ্রকে টেনে নেয় বুকে, নিঃসঙ্গ তিলোত্তমা
ধ্রুপদি নৃত্যে পদ্ম ফোটায় মারমেইড সাগর জলে
তোমার চোখের ক্রোধ পুড়িয়ে দেয় আমার বালিকা বেলা
দিগন্ত ছাড়িয়ে তোমার যুদ্ধ ময়দানে দিখণ্ডিত হয় চঞ্চল হরিণীর মৃগনাভী
ছাই রঙের মলয়বানে তীরবিদ্ধ অসংখ্য বনভূমি
কার রক্তে এতো লাল রক্তজবা
চৌকাঠের অনতিদূরে বুকে রৌদ্র ঢেলে শুকিয়ে নেয় জীর্ণ অলিন্দ?
মায়াবী নদীর জলে অবিরাম বৃষ্টি প্রলাপ রৌদ্রফোঁটা
উগরে দিয়ে আমি তোমাকে আগুন দেখাবো প্রিয়তম মৃত্যু।
তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest


AstuteHorse