ফেরা

তাঁত বুনে যাচ্ছি,
রোদের শরীর থেকে উঠে আসে ছায়া।

একটি রুয়েলিয়া ফুল
ফুটে আছে
দুরে- নির্নিমিখ অন্ধকারে।

কোথা হতে ফিরে আসে ধ্বনি
অনুপল জীবনের স্তন ছুঁয়ে!

সময়ের প্রতিটি পলক
মুহূর্তেই ডুবে যায়
অনন্তের জলপুস্পে;

ধুসর ক্লান্তির শেষে
কুসুমের অন্য এক জগত
নুয়ে থাকে
গন্ধহীন মানুষের শরীরে।

চুম্বন

আমাদের সন্ধ্যাকাল

শুয়ে আছে

প্রতিটি রেখার ভেতর।

 

নদীর গভীর জলে

বিদীর্ণ পাহাড়ের উপর

অন্ধ মেয়েরা খেলা করে;

 

স্মৃতির ওপাশে ছিন্ন পথ—

চল ফিরে যাই…

ধূসর ছায়ারা পড়ে থাক

হিমনগ্ন কুসুমের পাশে।

তারিখঃ এপ্রিল ৯, ২০২১

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

প্রকাশক - Publisher

Site By-iconAstuteHorse