বন্যায় খরার গান
হোমায়রা আহমেদ
আষাঢ়ে বৃষ্টির মত নাছোড় প্রেম নিয়ে মাঘের শীতে গ্রীষ্মের উত্তাপ ছড়িও না–ও তাপ জ্বলে, জ্বালায় না।
শ্রাবণের রোদন শুনে কার্তিকী নবান্নের ধানের গোলা ভরো না–ওতে পায়েসের সুঘ্রাণ, ভাতের আবেশ মেলে না।
পৌষের পিঠের রসে জ্যৈষ্ঠের মধুমাস ভেব না–গ্রীষ্মের কালে শৈত্য নেই কোন, আছে কালবৈশাখীর তাণ্ডব।
ভাটিগাঙ পেরিয়ে উজানের বৈঠা হারিও না–ওতে মংগা কাটে না, শুধু মন ছাঁটে জীবন।
আমার আকাশে তোমার ভোঁ-কাট্টা রেখো না–সরলাংকের জটিলাচারে কাটবে যাপিত বেদন।
তোমার মোহনায় নাও বাঁধিও না–ও পাড় ভাংবে বলেই বেঁধেছে পথিক, মাঝির ঠিকানা তাই জোটে না।
তাদের আনন্দলোকে বিষের বাঁশি এনো না–ডাকাতিয়া সুর অসুরও নাচায়, না গাইলেও।
আমরা তাই বর্ষায় বাঁচব না–কেবল বাঁচিয়ে রাখব একবিন্দু চোখের জল, যাতে তৃষ্ণা মিটবে না।
বাড়বে।
বা বাঁচবে।
তারিখঃ জুলাই ১৯, ২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest