বর্ষার বেহাগ

 

এই যে অমিয়ধারা 

ঝমঝম বাজে বৃষ্টির নূপুর 

কে যায় বরষার সফেদ শাড়ি পরে?

ব্যস্ত পায়ে রিনিকঝিনিক তালে

উড়িয়ে কুয়াশার আঁচল হাওয়ায় দুলিয়ে?

 

কে যায় ওই স্রোতঃস্বিনী ধারা

জলজ জীবনে জাগিয়ে প্রাণের সাড়া

বুকের গভীরে বিচ্ছেদের বেহাগ বাজিয়ে

কোথা থেকে আসে এমন উন্মনা সুর!

 

আকাশের বুকে কে বিঁধিয়েছে আগুনের ছুরি

ওরে ক্রন্দসী এবার থামাও তোমার বিলাপ

বেপথু হৃদয়ে কেন তোল এত ঝড়?

 

বৃষ্টি, যদি তোমাকে দেখে

ঘরছাড়া হয় কোনো আত্মভোলা 

যদি পথ ভুলে ফিরে না আসে বিবাগী পথিক…

 

যদি তোমার গানে আত্মহারা হয়ে কোনো তরুণী 

মেঘের আঁধারে হারিয়ে অতীতের ব্যথা

ধুয়ে মুছে যত আক্ষেপের কথা হয়ে ওঠে কদম

 

তবে জেনে রেখো বৃষ্টি 

যুগে যুগে তুমিই রবে প্রেমময় কাব্যের স্রষ্টা।

তারিখঃ জুলাই ১৯, ২০২৩

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Mousumee
Mousumee
1 year ago

খুব ভালো লাগলো

প্রকাশক - Publisher

Site By-iconAstuteHorse