ছৈয়াল
সাদ জগলুল আব্বাস
বর্ষা হঠাৎ এসে ভাদরে গেল বেতাল মতোন
ওরই মাঝে বানে খেয়েছে নদীর পাড় আঙিনার আধখান
যেটুকু আছে দেখি নাই সেদিন
জোয়ার ছিল যে বিহানকালে—
না দেখার খচখচ মনে, তবুও আলগোছে নতুন টিনের বান খুলি।
এই আমি পিরিত আনাড়ি এক ছৈয়াল
নয়া টিনে চাল বাঁধবো ঘরের
আধখানা সেই উঠান আমার
আষাঢ়-জংলা নিড়ান করি
চৈদিকে গুমোট রোদে পোড়ে স্তব্ধ দুপুর।
মাথা তুলতেই দেখি
ঐ পাশটায়
ঘরের দাওয়ায়
হাতপাখা নাড়ো— নাকি ডাকছো আমারে!
তারিখঃ জুলাই ২০, ২০২৩
অসাধারণ প্রকাশ ভাইয়া
শুভেচ্ছা তোমারে
চমৎকার লিখেছেন।
শুভেচ্ছা নেবেন
সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই যাঁরা মন্তব্য করেছেন।
রাজেশ গাঙ্গুলীকে বলছি, আপনার মন্তব্য বেশ বড় প্রাপ্তি।