বহুব্রীহি জীবন

আমূল বিদ্ধ তীর
বুকের নোঙর কম্পমান
শব্দের ঢিল
শাপলা-শালুক পাতার মতো
ভাবনারা তিরতির
বৃক্ষ নয় বিম্ব ছুঁয়েছে
জলের শরীর
পত্র-পল্লব ঝুঁকেছে প্রেমিক
চুম্বন অধীর

জীবন
তুমি কী সেই জলাধার নও
বৃক্ষ বেষ্টনীতে ঘিরে থাকা
লাজুক শহর
ক্লিষ্ট জনপদ
নিরিবিলি
অলস ধীর
তন্দ্রাচ্ছন্ন শহরতলী
কিংবা তারও বেশি

পাখিদের পরিত্যক্ত নীড়
স্মৃতি ঘুড়িতে বাঁধা
সযত্ন সঞ্চিত শৈশব
তড়পানো সর্পিল লাঙ্গুল
একান্ত কৈশোর গাথা
সংগোপন সাধের শিকল
ডানায় গুঁজে থাকা
উড্ডীন অগুন্তি পালক
উত্তরাশা রূপকরাজি-ঝুলন্ত নোলক

যাবতীয় সংশয় সীমানায়
বাতাসে সুগন্ধি
মিলনে মিশেছে যে কণায় কণায়-
তাকে পরিহার মানে
রুদ্ধ নিঃশ্বাস
ভ্রান্তি বিন্যাস ভ্রমে জীবন বিমুখতা
সখ্য কেবলি এক লাঙলের ফলা
আলিঙ্গনে যায় চিরে
ফুসফুসে প্লাবিত করা দগ্ধ লোবান

ছায়াকে এড়াতে চাওয়া মানে
নিজেকে অস্বীকার
শিকড় ছিঁড়তে চেয়ে তার
মানুষ ছেনেছে শহর
সাঁতারু জীবন নামে
দিকভ্রান্ত অন্তহীন সন্তরণ
যাপনের সম্পন্ন কৌশল
বিষাদে বিপন্ন নিমজ্জন
বেঁচে থাকা তার চেয়ে বাঁশিতে মরণ

প্রহর প্রতীক্ষা সব
সকলই প্রহসন
আত্নাকে মিথ্যে প্রবোধ
রোজ রোজ ভুল ফুল
নৈবেদ্যের নামে
অনিচ্ছুক সমর্পণ
সম্মোহিতের সমাহিত হিতাহিত
কণ্ঠের বিপরীত সুর-
অপেক্ষমাণ জীবন

তারিখঃ জানুয়ারি ১১, ২০২১

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

প্রকাশক - Publisher

Site By-iconAstuteHorse