বিকেল থেকে উঠে আসা কিছু অক্ষর
অর্ঘ্য রায় চৌধুরী
বড় দীর্ঘ এ উপাসনা, বেঁচে আছি
আনত বিকেল ঢেকে গেছে কুয়াশায়
ছড়ানো পালক কিছু ধূলো মেখে
স্মৃতির আঁধারে পড়ে আছে
মহামারী পার হই, শকটের বিলাপ চারিদিকে
তুলে আনি শুকনো আঙুর, চোখের ভেতরে
এক বন্ধ জানালা বেড়ে ওঠে
ধোঁয়া হতে হতে
শব্দ ও শ্রমের ভেতর
আঘাটায় ঘুরে ঘুরে বেঁচে আছি।
(২)
ভেতরের ঘর
অর্ঘ্য রায় চৌধুরী
যে অন্ধকার আশ্রয় দিয়েছে
তাকে বাইরে না, ভেতরেই পেয়েছি
মাঝেমাঝে ডুব দিই
খুঁজে ফিরি পাতা ও সবুজ ফুল
রক্তের শেষ বিন্দুটুকু
জল থেকে উঠে এলে
মনে হয় ভালো আছে লোকটা ভীষণ
দরজা বন্ধ করে রেখেছে কোথাও।
তারিখঃ এপ্রিল ৯, ২০২১
Subscribe
Login
0 Comments
Oldest