বিপুল বসন্ত উদ্ভাস
কৃষ্ণা বসু
ফুল ফুটেছে দিগন্ত তক এদিক ওদিক বনে,
গান জেগেছে প্রাণ জেগেছে মনের কোণে কোণে!
ঋতুরাজের আগমনে প্রাণের প্রদীপ জ্বলে
হৃদয়খানা একটু একটু নবীন সুরে গলে!
চারিদিকেই নিষ্ঠুরতা আকাশ বাতাস ভরা,
নিষ্ঠুরতার ছবিগুলি চোখের থেকে সরা।
হৃদয়খানা জেগে ওঠে কুসুমগন্ধে মাতে
বসন্তেরই মিলন রাগ জাগছে সাথে সাথে!
টি ভি এবং কাগজ জুড়ে নির্মমতার ছবি
এসব কি গো জাগিয়ে তোলে প্রাণের ভেতর কবি?
কবিই জানে বসন্ত আজ সত্তা জুড়ে জাগে,
হৃদয়খানা জেগে ওঠে অনুরাগ আর রাগে!
শিমূল পলাশ অশোক শাখায় রঙেরই উদ্ভাস
মায়াটান ছেড়ে প্রাণগান ছেড়ে কোনখানে তুই যাস?
একে অন্যের হাত ধরো গো বসন্ত উচ্ছ্বাস
জীবনের এই ডাকটিকে ফেলে কাকে বল তুই পাস?
তারিখঃ এপ্রিল ১১, ২০২৩
চমৎকার ছান্দসিক কবিতা। শুভেচ্ছা জানবেন।