বিবর
সাদ জগলুল আববাস
সময় থেমে আছে, এখন জরাগ্রস্থ সময়-
হাতের চেটো যেন রঙচটা মলাট
দরজায় টোকা দেয় গল্পের প্লট
অথচ বুক পকেটে পুরনো গল্পরা নড়ে।
কালিন্দীতে জমেছে পলি
হাওয়ায় কবিতার পংক্তি ওড়ে।
চর জেগে থাকে কুয়াশার মতো
নদীর ছাত ছেড়ে যাচ্ছে উবে।
সমুদ্রের সাথে লেন-দেন শেষ করে
পাহাড়ে গিয়েছিলাম একদিন,
উন্মুক্ত স্তনের মতো সবুজ পাহাড়।
দিনের ছায়াগুলো বড় হতে হতে
রাতের শরীরে মিশে যায়,
মাঝে মাঝে পাতা ওড়ার শব্দ ওঠে
বুকের মাঝে গল্পরা ভিড় জমায়।
নক্ষত্রালোকে পৃথিবীর ছায়া পড়ে
গ্রহণ লেগে যায় এন্ড্রোমিডায় ।
কৃষ্ণবিবরে ওটা কীসের ছায়া,
রাতভর পড়ে থাকে!
একঘেয়ে ধ্রুবতারা জায়গা ছাড়ে না কেন!
তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২২
Subscribe
Login
0 Comments
Oldest