বুদ্ধদেব গুহ : প্রিয়বরেষু
অর্ঘ্য রায় চৌধুরী
আমাদের নিজস্ব অরণ্যের ভেতর যে সব পথ
মাঝেমাঝে তোমার সঙ্গে সেখানে দেখা হবে,
আমাদের যৌথ শিকার পায়ে হেঁটে চলে যাবে
সবুজ ওই পাহাড়ের দিকে, যেখানে রাত্রি এসে
বিছিয়েছে ক্যাম্প, আগুনের উষ্ণ প্রহর,
আমাদের অক্ষরে যে সব হরিণ, তাড়া খাওয়া বাঘের
বিষাদ, মাঝেমাঝে সেখানে দেখা হবে
ঠোঁটের কোনায় রাখা বন্ধু পাইপ
কাঁধে এসে পড়ে আছে বন পথে রোদ
হান্টিং হ্যাট জুড়ে এলোমেলো পাখির পালক
আমাদের নিজস্ব অরণ্যে আবার
তোমার সঙ্গে দেখা হবে।
তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২১
Subscribe
Login
0 Comments
Oldest