বৃষ্টি বসন্ত
মৌসুমী পুলেন
তোমার সাথে কাটানো একটা স্মৃতি প্রতিদিন একই ভাবে আসে
বর্ষণমুখর সায়াহ্ন
দুজনের একটি ছাতা
আধভেজা পাশাপাশি হাঁটা;
মগ্ন হয়ে দেখা পথশিশুদের জীবন
কেউ কেউ কষ্ট ভুলে বৃষ্টিতে হুটোপুটি
কেউ বা ব্যস্ত বৃষ্টিস্নাত বাতাসের ঝাপটা থেকে নিজের আশ্রয়টুকু বাঁচতে।
শ্রাবণমুখর রাত নেমে এলো আমার মনের
অলিগলি জুড়ে জলোচ্ছাসে
থরে থরে ডুবে গেলো সব
সেদিন দেখেছিলাম তোমার চোখে ছন্নছাড়া বিকেল বহিমিয়ান পাণ্ডুলিপি
চাইলেও বদলে দিতে পারো না বিনিদ্র বাচাঁর খেসারত ,এই শহুরে জীবন
তারপর আমরা হয়ে গেলাম অন্য মানুষ বেঁচে আছি শুধুই “আ”কার “ই”কার নিয়ে।
কেউ কি জানে ক’টা বসন্ত ভেসে গেছে চোখের
যমজ নদীতে ।
তারিখঃ জুলাই ১৯, ২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest