বেলুন
অনুপম দত্ত
হয়ত ওরা এখনও গাছের ডাল আঁকড়ে
দূর থেকে ঠিক ফুলের মতো
যেন কৃষ্ণচূড়ার ঔদ্ধত্য
কাছে গেলে বোঝা যায় ভুল ছিলো
ক্লান্ত বেগুনীরঙা বেলুনগুলো
উৎসব ওদের ছেড়ে গেছে
কতো ভ্রমে ডুবে আছে অসত্যবিলাসী
যে ঠোঁটেরা আজও চুমুর প্রত্যাশী
তাদের দিয়েছে শাপমন্ত্র
রাতের বুক চিড়ে উড়ে যায় শোক
প্রতিটি খবরমেঘ বাজবাহক
এসব না, আজ অন্যকথা হোক
গাছে ফুটে আছে থোকাথোকা বেগুনীফুল
জানি ভুল, খুব ভুল
উৎসবের দিনফুরনো ক্লান্ত বেলুন
তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২১
Subscribe
Login
0 Comments
Oldest