ভঙ্গুর
চঞ্চল বাগ
হয়ত ফসল থেকে দূরে সরে যাচ্ছে শরীর
হয়ত শরীরের বাঁধে বাঁধে ধরেছে ঘুণ
কী এক পতঙ্গ ভোঁ ভোঁ করে সারাক্ষণ
এর থেকে বৃষ্টি ভালো অনিকেত বৃষ্টি
ঝাপসা জানলায় খেলা করা অতীত
ভেজা কৃষ্ণচুড়া গাছ l
কতোদিন দেখিনি তোমায়
বৃষ্টি দেখি তাই l দলাপাকানো
যন্ত্রণার কথা কালিদাস বলেননি কখনো
কারণ তিনি শুধু মিলনের ফ্যান্টাসি
লিখেছেন অবিরত l
শুধু জনমানব শূণ্য সাগর তীর
আর পাগলের মতো ঢেউ এর ভেঙে ভেঙে যাওয়া l প্রত্যেকটা ঢেউয়ের ফেনা
বোধহয় কিছু বলে… শুনতে পাও?
তারিখঃ জুলাই ৪, ২০২১
Subscribe
Login
0 Comments
Oldest