ভদকা
নুসরাত সুলতানা
তুমি কি ফাগুনের মোহনীয় রঙ ছিলে?
নাকি সব লণ্ডভণ্ড করা মাতাল বাতাস!
তুমি কি ডুব দেয়ার মত মানসসরোবর ছিলে?
নাকি চোরাবালি!
নিমজ্জনের কালে ধার চেয়েছিলাম
বুকভরা স্বাস্থ্যকর নিঃশ্বাস
আর রাতভর উর্বর ঘুম
দিয়েছিলে তুমি অর্থহীন উৎকন্ঠা
আর ভাঙা ভাঙা খাপছাড়া নিঃশ্বাস
আমাকে চাওনি
চেয়েছিলে এক বদ্ধ উন্মাদকে
যার হৃদয়কে তুমি
পান করবে প্রিয় ভদকার মত
তারপর
সপাটে চালাবে নির্বিকারতার ছুরি।
তারিখঃ ডিসেম্বর ২০, ২০২০
Subscribe
Login
0 Comments
Oldest