ভয় পেয়ো না
নিঘাত কারিম
এটা খুবই আশ্চর্য
কেন তুমি পৃথিবী ছেড়ে যেতে চাও
তুমি তো জানো
দুঃস্বপ্নের রাতের পর ভোর হয়
সূর্যের বিকিরণ আলোকিত করে চারিদিক
মেঘ থেকে বৃষ্টি হবেই
আর বৃষ্টির পর রোদ এটাই স্বাভাবিক
কেন উৎকণ্ঠা জীবন নিয়ে?
জানি পৃথিবী তোমায় দুঃখ দিয়েছে
কিছু মানুষ তোমাকে কাঁদিয়েছে
কিন্তু বিশ্বাস করো
তোমার অশ্রু মুছে দিতে আসবে অনেকেই
তারাই তোমাকে উঠিয়ে নেবে চোখে
একদিন অস্থিরতা কেটে যাবে
ভয়গুলো মিশে যাবে অন্ধকারে
ধূসর আকাশ নীল হয়ে উঠবে
তুমি দেখে নিয়ো
লোনাজল মুছে ফিরে দেখো
ভুলে যাও সব ব্যথা
চোখ তুলে তাকাও, নিঃশ্বাস নাও
ভয় পেয়ো না
এই সুন্দর পৃথিবী হাসছে তোমারই জন্য।
তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest