মন ভালো নেই
রুবানা ফারাহ আদিবা (ঊর্মি )
আমার কিছু মনখারাপের
কাগজ ও আলপিন
আমার কিছু মনখারাপের
বাষ্প ধূসর দিন
গভীর নিবিড় আকুলতার
নিছক ব্যাকুলতা
তোকেই দিলাম
স্পর্শে পেলাম শান্ত কথকতা
আমার কিছু মনখারাপের
বান ভাসানোর সুখ
আমার কিছু মনখারাপের
তুমুল কাঁপা বুক
পুব সাগরের ঈশান কোণে
উষ্ণ লবণ জল
তোকেই দিলাম
বৃষ্টি নামুক ভিজুক করতল
আমার কিছু মনখারাপের
জলের রঙে ছবি
আমার কিছু মনখারাপের
শব্দগুলো নিবি?
মনখারাপের রাত্রিগুলোয়
তোকেও আমি নেবো
আকাশপারের চাঁদ তারাতে
মনেও মন মেলাবো।
তারিখঃ এপ্রিল ২২, ২০২৪
Subscribe
Login
0 Comments
Oldest