মাদারির খেলা

 

আহারে উঠান আমার, চাইরদিকে খিলা,
দেখার বাসনা আছিলো, ময়ূরীর  নাচ,
উইড়া বসবো আইসা কান্ধে, বুকে হাতে।
নাড়ান দিয়া যাইবো কলিজার গহিনে কোনহানে।

আন্ধাইর রাইতে ম্যাঘ ফুইরা বারায় চান,
বুকের ভিতর ধরফর করে,
তাজ্জব হই,এই বয়সে লাফায় কইলজা,
আহারে সোনার শরীর,
আর কয়টাদিন চটপইটা থাকলি না ক্যান?

চোখের সামনে জোড়া ডাহুক,
ক্যামন লাফায়, দৌড়ঝাপ পারে
খুব জোরে আরেকদিকে তাকায় থাকি,
শইল্লের ভাজ খুইল্লা,আনন্দ দেখায়
আহারে পিরিতি!
গোপন আশায় চড়বড় করে বয়সী মন,
বুকের ভিতর বাজে ঢাকের বাজনা।

চান্নি পসর রাইতে ম্যাঘের ফাঁক দিয়া বারায় চান
মাদারির হাতে এ বড় দারুণ খেলা,
ডুগডুগি বাজায়া খেলে।

তারিখঃ এপ্রিল ১১, ২০২২

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Nazrul Islam
Nazrul Islam
2 years ago

Nice

প্রকাশক - Publisher

Site By-iconAstuteHorse