মৌসুমি
দীপায়ন ভট্টাচার্য
এক আইবুড়ো মেয়ের কোপনস্বভাব হওয়ার পথে
অনেক মিলনহীন খরদিন পেরিয়ে গেছে
আয়নার সামনে দাঁড়ালে কখনো কখনো এক
আততায়ীর আভাস পাওয়া যায়
ফসল পাকার আগের মাস থেকে একটা সাদা বক
ভোরের মুখে ক্ষেত আগলে দাঁড়িয়ে আছে
একেকটা পালক ঝরে পড়ছে রোজ শান্তির খোঁজে
চিতার আগুন ঘিরে রয়েছে অনাত্মীয়দের ভিড়
বুক জুড়ে মেয়েটির কেবল মৃগয়ার আঁচড়ের হল্কা
তার চেয়ে বরং বর্ষা নামুক নৌকা দুলিয়ে
প্রান্তরের প্রতিটি ঘাস থিরথিরিয়ে
ইছামতী ফুলে উঠুক-
সর্বংসহ জীবন্মৃত স্তূপের মাঝে বসে
স্নেহ জমতে থাক বিন্দু বিন্দু
সঞ্চিত হোক ভবিষ্যতের শিশির
নখের ডগায়, মাথার চুলে, চোখের কোণায়।
তারিখঃ জুলাই ১৯, ২০২৩
খুব খুব ভালো লাগলো দাদা
অশেষ ধন্যবাদ জানাই।
বর্ষা নামুক পথে ঘাটে বুকের ভিতর।
অনেক ধন্যবাদ নেবেন।