যুদ্ধের প্রস্তুতি
জুয়েল মাজহার
১.
যুদ্ধের প্রস্তুতি সবই। আমি টের পাই
শ্রাবণ-মেঘের রূপে শ্যেনচক্ষু যেন আবাবিল
আরবাহা হস্তিযূথে অতর্কিতে চুপে দেবে হানা;
২.
পাহাড়ের শক্ত করোটি ঘিরে বাষ্প যেন বিধবার নিরশ্রু বিলাপ;
৩.
কীটের কামড় খেয়ে, গিরিশিখরের নিচে বসে
একা আমি জপি নিজ নাম
যেন বা উপাস্য আর উপাসক নিজেই নিজের
৪.
তৃতীয় নয়ন খুলি। ভেসে চলি নিজ মর্মস্রোতে
যুদ্ধটুদ্ধ পড়ে থাক। আমি চাই মেঘের বুলেটে
আকাশ-জরায়ু ছিঁড়ে জন্ম নিক লক্ষ-কোটি বৃষ্টিশিশু
আকাশ-পাতাল ঘিরে
শোনা যাক ‘ওঁয়া-ওঁয়া’ ডাক!
তারিখঃ জুলাই ১৯, ২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest