যুদ্ধে
স্নিগ্ধা বাউল
মৃত পাখিদের শরীর ঘিরে রাখতাম
ঝাঁজালো মশলায়-
এমন যুদ্ধকালের মানুষ আমি!
মৃত বকুলের মালায় গেঁথে পয়ার
প্রেমের মতো সুগন্ধি আমি।
তীব্র যোনির মুখে বাস করা পশমে
উপশম আমাদের মোহ
এ কালের আলমিরায় ডিম পাড়ে
দাঁড়িয়ে সব বুদ্ধিজীবি
আমিও দীর্ঘকায় ঘোড়া
জিরাফের গলা জড়িয়ে চুমু খাবো বলে
ধ্যান করছি ধোবিঘাটে।
তারিখঃ এপ্রিল ১২, ২০২২
অসামান্য কবিতা। মুগ্ধপাঠ।