শরশয্যা

 

সেই সব শিখর দেশের

সমুন্নত শাখারা প্রতিফলিত হয় না

যতটা আলগোছে

টুকুস টাকুস করে

কবিতা কবিতা খেলা যায়।

একদা মুষ্টিতে রেখেছিলাম

ঝাঁ ঝাঁ সময়

মুঠো খুলে দেখি সময় রোদ্দুর

সব শেষ।

এক অন্ধকার চেপে ধরে গলার নলি

চিৎকার করলেই শব্দ নয়

শরীর জুড়ে অনর্গল ঘাম বেরোয়

আমরা এখন শয্যাশায়ী

শয্যা জুড়ে শুধু শরের ফলা।

 

এখন শরশয্যায় অভ্যস্ত হতে হবে

কারণ এখনো মৃত্যুর উপযুক্ত সময় হয়নি।

 

তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৩

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

প্রকাশক - Publisher

Site By-iconAstuteHorse