শীতঘুম
দীপায়ন ভট্টাচার্য
গদ্যে নিজেকে জাহির করতে গেলে
আঙুলগুলো নড়বড়ে হয়ে যায়
পদ্যের বিমূর্ততা ঢাল হয়ে এসে
সামনে দাঁড়ায়,
আমি সাময়িক নিরাপদ বোধ করি
কাব্য সম্মেলনের শেষে ফাঁকা মঞ্চে
বিড়বিড় করতে থাকা কয়েকটা
কবিতা পড়ে ছিল,
চার-পাঁচটা অপূর্ণতা আর দু-তিনটে ক্ষত
ঘনঘন তারল্যের উদ্রেক করে ইদানীং,
নির্জনতা আসলে কোথায়-
শহরে না মনে, এ কথা ভাবতে ভাবতেই
আবছা বিকেলের গঙ্গার ধারে
দেখতে পাই স্মিতমুখ উৎপলকুমারকে,
জোলো বাতাসে অল্প অল্প চুল ওড়ে তাঁর
সুদে বেড়ে চলা ভঙ্গুরতা থেকে বাঁচতে
আশ্রয় নিই সুড়ঙ্গ থেকে পাতালে,
ঘুমোনোর সময়টুকু ছায়াপথ নেমে আসে
শীত করে,
আমার ভীষণ শীত করে।
তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest