শ্রাবণগাথা

 

ছেঁড়া ছেঁড়া কিছু অন্ধকার

স্হাণুর মতো,

শ্রাবণসিক্ত ঝোড়ো হাওয়া

দফায় দফায় খানিক ফিকে করেছে তাকে,

নিথরতা আজও ভাষা পায়নি সম্পূর্ণ

শুধু চলমান যথাসম্ভব, সময়ের সাযুজ্যে

 

স্বপ্নে এখনও দেখি তাকে

ঘন ঘন আসে

তার হাসিতে আমার অনুতাপ ধরা পড়ে না,

যে ঔদাসীন্য ইচ্ছাকৃত ছিল কখনো

আজ আর আমার মুখের জালে ধরা পড়ে না,

এখনও গল্প করি স্বপ্নে

তিরস্কৃত হই না

ঠিক আগেও যেমনটা হতাম না

 

কিছু কথা প্রত্যেকবার বাকি থেকে যায়

অন্ধকার ভেসে এসে মাঝে দাঁড়িয়ে যায়,

পরেরবারও তাই, বারবার,

অন্ধকার কথা বলতে দেয় না

চোখে চোখ রাখতে দেয় না আমায়

 

শ্রাবণ মানে কালো মেঘ, চারপাশ গুমোট

বিষণ্ণ অন্তর

 

শ্রাবণ কি অন্ধকার ফিকে করতে পারে!

তারিখঃ জুলাই ২, ২০২১

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

প্রকাশক - Publisher

Site By-iconAstuteHorse