শ্রাবণধারা
অনুপম দত্ত
আহ্বানটুকু রেখে ডুবে গেল মাস্তুল
আরশির নদীতীরে একা এক ভোর
কলুষের ঘাট ছুঁয়ে ভেসে চলে ভুল
রাত এসে কড়া নাড়ে বুকের ভেতর
এখনো যাওয়া যায়। সাগরের ডাক
সোনালী রেলিংয়ে ভেজা স্মৃতি মেলা
টুকিটাকি হাহাকার তাকে রাখা থাক
নিতে হবে কেলাসিত রমণবেলা
আষাঢ়ও চলে গেছে, একবুক জরা
অন্নস্বপ্ন লেগে আছে কবরে চিতায়
পবিত্র রোদের খোঁজে প্লাবিত যারা
গল্প লিখে রাখে মাছরাঙার ডানায়
আষাঢ়ের রক্তঠোঁটে শ্রাবণ একদিন
ভাদ্রের পোড়ামাঠে লিখে যাবে ঋণ।
তারিখঃ এপ্রিল ১২, ২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest