শ্রাবণ এল
অর্ঘ্য রায় চৌধুরী
গলির মুখে লাশটা পড়েছিল
টগবগে যুবক, বুকের বাঁ পাশ দিয়ে তখনও কিছু
স্বপ্ন উঁকি মারছে, প্রেমিকার মুখ
কুকুরেরা ঘিরে ধরে সমবেদনা জানিয়ে
শুঁকে শুঁকে চুক চুক করে গেছে আগেই
জানলায় দু’একটা বক, লম্বা গলা বাড়িয়ে
তড়িঘড়ি একটা কালো ভ্যান
রাতটাকে আরও কালো করে
লাশটাকে নিয়ে যাওয়ার পর
আচমকা বৃষ্টি এসে ধুয়ে দিয়েছিল সব
যদিও তখন বর্ষাকাল নয়
এক সপ্তাহ পর পাড়ায় রক্তদান শিবির
একটা জলহস্তী মালা পরে গাড়ি থেকে নামল
চাকায় রক্তের দাগ
সেদিনও আবার বৃষ্টি
মাঝেমাঝে শ্রাবণ হঠাৎ আসে
রাতে, গলির মুখে
অন্ধকার ঘরে
রক্ত ধুয়ে দেয়।
তারিখঃ জুলাই ১৯, ২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest