সমবায়ী
দীপায়ন ভট্টাচার্য
লোডশেডিঙের ঠিক পরের শোরগোল থেমে গেলে
আচমকা স্তব্ধতা নেমে আসে
একত্রিশ বছর আগের দু-তিনটে সম্পর্ক
দেওয়ালে ছায়া হয়ে গজিয়ে ওঠে
বড় বড় ট্রাকের তোয়াক্কা না করে
আড়াআড়ি হেঁটে যায় মাঝরাত
শুনেছি উত্তর কলকাতার আপাত অদৃশ্য খড়খড়ির
আড়ালে বাউল বোল শোনা যায়
খবরের কাগজ হাতে তরজা ছড়িয়ে পড়ে
বারান্দা থেকে চায়ের দোকানে
৩-বি ফ্ল্যাটের প্রৌঢ় আত্মহত্যা করতে পারেন জেনেও
আটকানোর কোনো দায় নেই অধিবাসীদের
উঠতি ইমারতের উপর দিয়ে বয়ে আসা বাতাসে
দরজার ভারী পাল্লায় হঠাৎ কাঁপন ধরে
নামহীন এক সম্পর্ক কোথা থেকে হাজির হয়ে জানিয়েছে,
চূড়ান্ত অধ্যায় এখনো অমীমাংসিত।
তারিখঃ এপ্রিল ২৩, ২০২৪
Subscribe
Login
0 Comments
Oldest