সওগাত

 

শব্দাশ্ব ঈদ সংখ্যা “সওগাত।” ঈদ বাঙালির উৎসব, ঠিক যেমন দুর্গাপুজো এবং পয়লা বৈশাখ। তাই ঈদের আবহটিকে ধারন করে এবারের শব্দাশ্ব সেজে উঠেছে তার সৃজণশীলতায়। এবারের সংখ্যায় আমাদের লেখা দিয়ে উৎসাহ প্রদান করেছেন শ্রদ্ধেয় ভাষাবিদ সর্বজনমান্য পবিত্র সরকার, ও ওপারের আরেক সর্বজনশ্রদ্ধেয় ভাষাবিদ শ্রদ্ধেয় সমর পাল। তাঁদের আশীর্বাদ অবনত মস্তকে শিরোভূষণ করে রাখলাম।

 

শব্দাশ্ব মনে করে শিল্পীর ধর্ম একটিই। এক মননশীল এবং উদার পৃথিবীর কথাটি বারবার বলে চলা। ধর্মীয় পরিমণ্ডলের শুভত্বটিকে, পরধর্মসহিষ্ণুতা এবং পরমতসহিষ্ণুতার পর্যায়টিকে আত্মস্থ করা, এবং ছড়িয়ে দেওয়া। বস্তুত ঈদ অথবা দুর্গাপুজোর গভীর আনন্দটি আমাদের মিলন প্রাঙ্গনটিকে সুপ্রশস্ত করেছে, পারস্পরিক সহাবস্থান এবং সৌহার্দ্যপূর্ণ সৌন্দর্যটিকে সুবিকশিত সৌকর্যমণ্ডিত শোভন সৌন্দর্যটি প্রদান করেছে।

 

ঈদ সংখ্যা এপার থেকে নিশ্চই আরো বেরিয়েছে, এবং সেখানে ধর্মীয় ধী-শক্তিটি অনন্যতার অনুষঙ্গে অনুরণিত। আশা করবো এপার ওপার দুই বাংলার লেখকরা মিলেই এপারে ঈদ এবং ওপারে শারদীয়া সংখ্যার সৃজণ সৌন্দর্যটি রচনা করুন। আমরা ধর্মকে মানি, কিন্তু তার ভালোটুকু গ্রহন করি। এর অন্যান্য আবিলতা আমাদের কাছে বিষবৎ বর্জনীয়।

 

আমরা এক মহাবিশ্বের মোহন বর্ণমালায় লিখে চলবো ভালোবাসায় ভরা মুক্ত ও উদার পৃথিবীর কথা। যেখানে উৎসব অর্থাৎ মিলনের সুরটি এক অপরূপ যুগলবন্দিতে দুই বাংলা এবং বিশ্ব বাঙালিকে একসূত্রে সুগ্রন্থিত করবে। আপনাদের সবার আশীর্বাদ প্রার্থনীয়।

 

ঈদ সংখ্যার প্রকাশে দেরির কারণটি বিবিধ, তার মধ্যে কর্ম তথা অপকর্মের পরিমাণটিই বেশি, যেটি আমিই করে থাকি। সময় এক মন্থর শকটে আমাদের নিয়ে পাড়ি দিয়েছিল তার আবহমানের পথে। তবে আবহটি সমাপ্ত হয়ে যায়নি। ঈদের রেশটি দুই দেশে এখনো বহমান। তাই শব্দাশ্ব তার তুরঙ্গমগতির অশ্বারোহীযূথ সহ সমুপস্থিত। কবিতা, গল্পে, প্রবন্ধে ও ভ্রমণকাহিনীতে এক ঝাঁক আরবি ঘোড়ার সওয়ার। যাঁদের কলম বারবার সমীহ আদায় করে নিয়েছে।

 

ভালো থাকবেন সবাই

আবার দেখা হবে।

সম্পাদকমণ্ডলী

শব্দাশ্ব

 

প্রকাশক - Publisher

Site By-iconAstuteHorse