সিমপ্লি দ্য বেস্ট
ঊর্মি খান
ব্ল্যাক কফি উইদাউট সুগার
স্ন্যাকসের সাথে ক্যাচাপ
একটা সিংগেল স্যানডি হলেও মন্দ হয়না…
খুব সিম্পল কিছু খাবার।
অথবা
বুফেতে অঢেল খাবার খেয়ে আয়েশের ঢেকুর।
কিংবা মনে চাইলে চাইনিজ-থাই
য খ ন
যা ইচ্ছে হজম করে সময়মত কমোডে বসে
ঝিমুতেও আরাম…..
আ রা ম
আঃ আরাম!
কমোডে আরাম বিছানায় আরাম
এসিতে আরাম পিসিতে আরাম
আরাম আরাম আরাম…
আয়েশের ঘুম চোখে ফেসবুকে আরাম।
জীবন মানেই জি বাংলা
স্টার জলসার ঝলকানি
কালারসের রঙে রঙিন দুনিয়া।
এইতো আরাম…
আরামে আরামে কাটছে সময়
আরামে দুলছে শরীর…
এই এত্তো এত্তো এত্তো আরামের ভেতর
সময় কোথায়
আরামহীনের কান্না শোনার!
এ ক দি ন
পুরোটা পৃথিবী অন্ধ, বধির আর মূক হয়ে যাবে।
রেপ-অ্যাসিড নিক্ষেপ-হত্যা-গুম
হয়ে উঠবে প্রতিদিনের স্পাইসি ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার।
তারিখঃ জুলাই ৪, ২০২১
Subscribe
Login
0 Comments
Oldest