সুঁই আর সুতোর গল্প
মাহবুব ইসলাম
এক একটা
শিমুল বৃক্ষে ফেলে এসেছে সুতোর সোনালি শৈশব,
তার জমাট তুলোর পরিবার
এখন
ক্ষুধার্ত সুঁইয়ের আহবানে সুতো বিরামহীন ছুটছে বস্ত্র সভ্যতার পথে, সেলাইকলের যুগে
অথচ
রঙিন সুতোর বাইনে আড়াল করে রাখে মানুষ সকল অন্ধকার জগত
বিচিত্র বেশে বেশে
মানুষ আজ ছদ্মবেশী।
মানুষ কি খুব বেশি এগিয়েছে!
সভ্যতার অনেক হয়েছে
মানুষ হয়ে ওঠা হয়নি
আমাদের চোখের নিচে
ক্রমাগত বাড়ছে রাত্রির আয়ু
ভেতরে ঘুটঘুটে অন্ধকার,
জানালার বাইরে আলোর বাণিজ্যিক উৎসব
শিমুল বৃক্ষ জানে
বস্ত্রসভ্যতার এক একটা মানুষ
ভেতর থেকে কতটা নগ্ন।
তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest