স্বপ্নে দেখা হবে
অর্ঘ্য রায় চৌধুরী
শান্তিনিকেতনে যাওয়ার কথা ছিল।
সোনাঝুরির হাটে বিকেল, বাউল গান
আমাদের যৌথ জীবন ঘাত প্রতিঘাত
থেকে পালিয়ে এসেছে এইখানে
খোয়াইয়ের কাছে গিয়ে চুপ করে বসি
এক আকাশ তারা
মৌনতা, সুগন্ধি আঁচল
হাতের পাতায় জমে ছিল এইসব উড়ন্ত রাত
এরপর ফেরার সময়, তোমাকে বিদায় দেবো
কতদিন পর আবার দেখা হবে জানি না
মাঝেমাঝে একটা ট্রেন আসবে
ভেসে উঠবে বোলপুর স্টেশন,
বিচ্ছেদ, আর খোয়াইয়ের সেই রাতটুকু।
সোনাঝুরির মতো, স্বপ্নে দেখা হবে।
তারিখঃ অক্টোবর ৩, ২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest