স্বপ্ন

তোমার তিনশত পঁয়ষট্টি দিনের একটা গোটা দিন
আমার জন্য রেখো,
রাখবে তো?

খুব অল্পই চাওয়া,
দু’টাকার বাদাম ভাজা
একটা সোনালি বিকেল
খোঁপায় রক্তজবা
আকাশের রঙের সাথে মিলিয়ে
অল্প দামের একটা তাঁতের শাড়ি
আর গোটা একটা দিনের অহেতুক ছেলেমানুষি
সহ্য করবে তো?

আর শোনো,
বলতে ভুলে গিয়েছি
একটা কবিতার বই আর মিষ্টি প্রেমের গল্প দেবে।
আর গল্পচ্ছলে আলতো করে ছুঁয়ে দেবে কড়ে আঙুল
যেন প্রথম স্পর্শ করছ আমায়,
সত্যি না হোক, মিথ্যে করেও একটু অভিনয় কোরো
করবে তো?

না, আমি বলছি না যে আমার মতো তোমাকে সহনশীল হতে হবে;
শুধু একটা দিন দেবে
একদম আমার মতো করে।

ঠিক এমনভাবে আমরা আমাদের আবিষ্কার করব;
যেন প্রেরিত প্রথম মানব-মানবী,
দেবে তো একটা গোটা দিন?
তবে অপেক্ষা রইল।

তারিখঃ এপ্রিল ১১, ২০২২

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

প্রকাশক - Publisher

Site By-iconAstuteHorse