হাইফেন
ফারহানা নীলা
আমার শরীরে বুনো ঘ্রাণ ফুলের রেণুর আলাপন
সোঁদালি মাটিতে ঠিকানা খুঁজতে
হয়রান অস্তিত্ব
অস্তিত্বের সবটুকু দলা জমাট রাতের মতো
পাশেই খাম্বাটা – জড়িয়ে ধরেছি শক্ত হাতে
একটা হাইফেন – অযাচিত যোগসূত্র রচনায় ব্যস্ত
বয়ে গেল নদী মোহনার ডাকে বড্ড তাড়া নিয়ে
বুনোফুলে মৌমাছির গুঞ্জন শুনেছি,
মোয়ালি মধুর খোঁজে এক ঝাঁক অন্ধকার পোষে
আমাকে পোষ মানায় গল্পের পাতায়।
রেণুর খবর কে রেখেছে কবে?
পরাগের মতো জীবন বাতাসে ওড়ে – দিনের ছায়াটা সরে গেছে আমাকেই একা রেখে।
ঘুড়ির সুতোটা কেটে গেলে সবই তো ভোকাট্টা!
হাতড়িয়ে হাইফেন খুঁজি।
তারিখঃ জুলাই ৪, ২০২১
Subscribe
Login
0 Comments
Oldest