হাওয়া
শ্রাবনী আহমেদ জুঁই
বিশুদ্ধ হাওয়ার বড় অভাব আজকাল,
ওহে হাওয়া কারিগর!
পাঁজরের অস্থিতে বসে থাকা তিপ্পান্নটি অন্ধ বালক
ঝড়ের মত ফিসফাস করে ‘দুই হাজার নয়শ বিরাশি দিন, দুই হাজার নয়শ বিরাশি রাত…..
আজকাল কেবিনবদ্ধ লোকজন থিক থিকে অন্ধকারে বসে করে জিকির—আলাওল ফিরে এসো
আলাওল ফিরে এসো
অথচ হাওয়ায় হাওয়ায় ভাসছে
একটিই বার্তা—
আলাওলের নগরে জোহরা আর ফিরবে না….!
তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২০
Subscribe
Login
0 Comments
Oldest