অসমতা

 

হয়তো আবার দেখা হবে

তেরোশ’ পঞ্চাশ কোটি বছর পরে তোমার টেলিস্কোপে

কল্পনার স্ফুলিঙ্গ হয়ে

অথবা হয়তো একটি রহস্যময় লাইন টেনে

চুপচাপ দেখব দুজন দুজন’কে

অথবা হয়তো সূর্যের আলোয়, আমি

রংধনুর রঙে মিশে যাব

অথবা তোমার রঙের বাহুতে ব’সে

ছড়িয়ে পড়ব ক্যানভাসে

 

হয়তো আমি একটি ঝর্ণা হয়ে যাব

আর বসন্তের জলের মতো

তোমার শরীরে ফোঁটা ফোঁটা জল দেব

তুমি সিক্ত হবে

 

তবে যেদিন দেখা হবে, তুমি আমাকে চিনবে আর আমি তোমাকে চিনবো না…

তুমি আমাকে জড়িয়ে ধরবে

আমি আর কিছু জানবো না,

তবে এতটুকু জানবো

সময় যেদিকে মোড় নেবে

এই জন্মও আমার সাথে যাবে

এই শরীর ধুলোয় মিশে যাবে

সবকিছু যেন শেষ হয়ে আসবে

কিন্তু মহাবিশ্ব কণা দ্বারা গঠিত স্মৃতির সুতো

আলাদা আলাদাভাবে বাছাই হবে

আমি সুতোগুলি বিভক্ত করবো

আমি আবার নিশ্চয়ই তোমার সাথে দেখা করবো

 

হয়তো তোমার হৃদয়ে কষ্ট হবে

জীবন এভাবে ভুল সময়ে সুন্দর কিছু দেয়…

আর ভুল দূরত্বে, ভুল বয়সে!

তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৩

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

প্রকাশক - Publisher

Site By-iconAstuteHorse