কাল রাতে
চঞ্চল বাগ
এক একটা অক্ষর নয়
কালো মেঘ নেমে আসে
অমাবস্যা খাতায়
রাতের নিম ফুল কার অপেক্ষা
করে
এখন যে বৃদ্ধ বয়েস।
তুতেন খামানের পিরামিড
এর মতো মৃত শরীর ঐশ্বর্য
নিয়ে পড়ে থাকে।
শুনেছি কাল রাতে চাঁদ নেমে ছিল
বিছানায়।
বিছানায় শুক্র কীট চরেছিল নির্দ্বিধায়।
যাগ ডুমুরের গাছের তলায় তখন
পিছলে গেছে শুক্লপক্ষ রাত
বিলের জলে শুধু পদ্ম আর পদ্ম গোখরো নাগিনীদের ভিড়।
তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২০
Subscribe
Login
0 Comments
Oldest


AstuteHorse