কুয়াশা জাহাজ
জয়শ্রী গাঙ্গুলি
জমাট শব্দের ঝাঁক দলছুট লীলাবতী তীরে
এখনও রঙিন মেঘ পড়ন্ত বাতাসে
নির্বাণ বিকেল যেন তামাপোড়া রোদ
গেঁয়ো বালকের দল মেতেছে খেলায়
যেমন দিনের শেষ ঝাঁপ দেয় সাঁঝের গভীরে
রাতের মগ্নতার করে আয়োজন
তোমার বিদায়ী হাত, এলোচুল
কমলিকা, ডুবে যায় অস্পষ্ট কুয়াশায়
অপলক চেয়ে থাকে শহরের মধ্যযাম
দীর্ঘ ছায়া, ল্যাম্পপোষ্ট, তুমুল সমাচার
বিপর্যস্ত সময়ের পদছাপ,
ভাসমান কুয়াশায় ঢাকা মুখ
জেগে থাকে তরঙ্গের বিক্ষুব্ধ আঘাতে
এইসব দিন রাত চেয়ে চেয়ে জেগে থাকা শুধু,
তবুও তো তুমি হয়ে ঝরে আছো আবছা উপকূল
বুনো নৌকোর ছই সে কথা জেনেছে।
তারিখঃ এপ্রিল ২৪, ২০২৪
Subscribe
Login
0 Comments
Oldest