ডাক
শ্যামলকান্তি দাশ
অত রাত্রে আমি কোনো কবিতা লিখিনি
শেয়াল ডেকেছি আর ডেকেছি কুকুর
গভীর নিদ্রা ফেলে ধড়ফড় উঠে দাঁড়িয়েছ
“কই চোর? ডাকাত কোথায়?
কোনদিকে পালাল লুঠেরা!”
আমি কী উত্তর দেব, হাওয়াকেও মুখ ভেঙিয়েছি।
সেই রাত্রে আমি কোনো কবিতা লিখিনি
পাতা জুড়ে লিখেছি শেয়াল, আর লিখেছি কুকুর
কে যেন ঘাপটি মেরে আলমারির পেছনে দাঁড়িয়ে
দুটি দেহে নিকষ অন্ধকার,
বিছানায় রাত্রি খুব দূর!

তারিখঃ জুলাই ২, ২০২১
Subscribe
Login
0 Comments
Oldest


AstuteHorse