শূন্যং স্মরণং গচ্ছামি
অর্ঘ্য রায় চৌধুরী
ক্যাঙারুর দল পার হয়ে গেছে দিগন্ত
আর চুরমার করেছ পুরোনো স্কুল
এরপরেও যদি ভাবো
কিছু শোকপ্রস্তাব উঠে আসতে পারে- নেই
দাঁতগুলো বন্ধ করে দেখো
বয়েই চলেছ বোবা একতারা কিছু
অথবা ন্যুব্জ গিটার
আর ভাব ধরেছ এমন
যেন বিরাট গায়ক তুমি
চরাচর চিনতে পারেনি।
তারিখঃ এপ্রিল ১২, ২০২৩


AstuteHorse
চমৎকার ভাবে শ্লেষ পরলক্ষিত হয়েছে নিটোল কবিতার শরীর জুড়ে। নামকরনটি গতানুগতিকতার বাইরে।