জন্মদাগ
ফারহানা নীলা
আরেকবার তাকাও দেখো নতমুখী আলো ঘিরেছে অন্তর
তোমার অন্দরে বাজে আঁধারের জলসিক্ত অচেনা পায়েল
এই অন্ধকার জানি সেই নির্জনতা ; পতনোন্মুখ কবিতা!
একটু হেসেছি
আধফোটা ফুল আমি; হেরে গিয়ে জিতে গেছি
নীরবতার হরফে লিখেছি যা তা!
লেখো আজ সেই একই কবিতা; দোদুল্যমান শিখার মতো করে জ্বলুক জীবন
আলো আর আলেয়ার খেলায় না হয় হেরে যাক হলুদ আলোর বন
হোক হাসাহাসি
কিছু কানাকানি জুড়ুক বন্দরে ভাসমান জলের সংসার
পাশে এসে বসো
নির্ভাবনা খুঁটে আনো
ভাবনার তিলকের দাগ ওটা
তবে যে বলেছ জন্মদাগ?
তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest