জলে যে রেখেছে পা
আরাফাত রিলকে
জলে যে রেখেছে পা,
তুমি তার সাথে কথা বলো।
জলে যে রেখেছে পা,
তুমি তার কাছে শিখেছো নানান সাঁতার।
জলের তারতম্য শিখতে হলে
তুমি তার কাছে যাও,
জলের অশ্রুপাত দেখতে হলে
তুমি তার দিকেই যাত্রা করো।
জলে যে রেখেছে পা,
তুমি তার সাথে কথা বলো।
জলের ভাষা পড়তে জানতে
তুমি তার কাছে যাও।
তুমি তার নিকটস্থ হও,
জলে যার আজন্ম বসতি।
জলে যে রেখেছে পা,
তুমি তার কাছে চলে আসো।
তারিখঃ অক্টোবর ৩, ২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest


AstuteHorse