Of knowledge অথবা জ্ঞান
মাহবুব ইসলাম
“knowledge is power,, জ্ঞানই ক্ষমতা” আমরা জেনেছি।আসুন মুরব্বিরা কী বলে শুনি।
মিশেল ফুকো বলেন,
ইতিহাস ঘাটলে ভিন্ন চিত্র পাই। ক্ষমতাই মানুষকে জ্ঞান দিয়েছে। যেমন কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে জানি। অথচ যিশু খৃস্টের জন্মের বহু আগেই মোঙ্গলীয়রা সেখানে যায়। আমরা তা জানিনা,কারণ,ইতিহাস তো ক্ষমতাবানদের রচিত।
শুধু তাই নয়,শাসকশ্রেণি একটা দ্বৈত ধারণা(, binary opposite) তৈরি করে।
যেমন, সাদা,কালো,সভ্য,অসভ্য,আধুনিক, বর্বর এবং এগুলো সুকৌশলে আমাদের মগজে ঢুকানো হয়।আমরাও অভ্যস্ত হই।
যেমন, সৌন্দর্য মানেই সাদা,বিপণন বাজার এ জ্ঞান দেয়”,সৌন্দর্য আপনার অধিকার” এই জ্ঞানে মত্ত হয়ে আমরা ফর্সা হবার লোভে ক্রিম,সার্জারি সবই করছি।
এমনকি সাদাসিধা মানুষ,সাদামনের মানুষ,এই ফ্রেইজগুলো মধ্যযুগের সাহিত্যে নাই, এটা ঔপনিবেশিক সৃষ্টি।
কান্টের মতে, মানুষ প্রকৃত জ্ঞানের স্বরূপ পায় না।শুধু ভিন্ন ভিন্ন ধারনা পায়। যেমন আপনি যদি লাল রঙের গ্লাস পরেন,সব লাল দেখবেন। আমাদেরকে সবাই জ্ঞানের চশমা পরিয়ে রাখছে।
জন লক তো আরেকটু এগিয়ে বলেন,
জ্ঞান হলো মানুষের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার ফসল।এবং আমরা বিভিন্ন জ্ঞানতত্ত্বে বন্দী।
যেমন, একজন দাসকে শেখানো হয় তার মনিবের প্রতি সৎ থাকতে,আদেশ মেনে চলতে। একজন নারীকে সংসারে সবার জন্য নিজেকে উৎসর্গ করতে। একজন শ্রমিককে বলা হয় industry is key to success “এবং এভাবে মানুষকে শ্রমদাসে পরিণত করেই সভ্যতার ইমারত গড়ে।
একই বিষয়টা কার্ল মার্ক্স বলেন জ্ঞান হলো ভিন্ন ভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার তৈরি। যেমন, কুবেরের কাছে প্রকৃত জ্ঞান হলো অস্তিত্বকে টিকে রাখার সংগ্রাম।সমুদ্রের দিকে তাকিয়ে নন্দনতত্ত্ব তার মাথায় ঢুকবে না।
ফ্রয়েডের মতে, জ্ঞান হলো মানুষের ভিন্ন ভিন্ন আবেগে রঞ্জিত।একজন প্রেমিক যখন ইনফেচুয়েটেড থাকে তার কাজে বড় জ্ঞান প্রেমিকার জন্য জীবন উৎসর্গ করা। তার ডুপেমিন হরমোনের জন্য সে সবকিছুকেই ফ্যান্টাসাইজড করে,বুদ্ধিবাদ তার কাছে অসহ্য লাগবে।
আবার কয়েকবছর পর ডুপেমিন হরমোন কমে বিতৃষ্ণা জন্মালে প্লেটোর “love is a mental Disease” এটাই ধ্রুব মনে হবে।
আইনস্টাইন অবশ্য জ্ঞানকে গৌন ভাবতেন।imagination is more powerful than knowledge”
জ্ঞান সদা অভিজ্ঞতা,গবেষণায় পরিবর্তনশীল, বরং কল্পনা করার,চিন্তা করার ক্ষমতা অর্জন দরকার।
দেকার্তেও তাই বলতেন ”I think,therefore I exist”.আমি চিন্তা করতে পারি বলেই আমার অস্তিত্ব আছে।
তারিখঃ জানুয়ারি ১১, ২০২১