উইন্ডো ড্রেসিং দেখো জানালায় থরে থরে সাজান সওদা বিবিধ রঙিন কাপড়ে আধমোড়া, দু’চোখ দিয়ে রাক্ষসের মতো গেলো নিয়ন্ত্রণহীন উত্তেজনায় স্পর্শ করতে গেলেই জলজ্যান্ত, দৃশ্যমান কাচের দেয়ালে ঠেকে যায় হাত ওদিকে পিছোতে পিছোতে পিঠও […]
এক অদ্ভুত স্বপ্ন দেখি আমি, স্বপ্ন ঠিক নয় যেন এক ঘোর, জেগে থেকে তলিয়ে যাওয়া। দেখি এক লম্বা করিডোরে দাঁড়িয়ে আছি সেই প্রায় অশেষ এক করিডোর, বিছিয়ে রয়েছে। আমার হাতে রাইফেল, গুলির দমকে ক্রমাগত […]
মহাযুদ্ধের অপেক্ষায় সময় কাটে আমার- কেননা এই নগরী বড্ড পুরানো হয়ে গেছে প্রাচীন প্রাচীরের গায়ে জমে ওঠা শ্যাওলা সাপের মত শুয়ে থাকা কালচে-ধূসর রাস্তা রাস্তার একপাশে খোবলানো গর্ত গর্তের চারপাশে জমে থাকা কাগজ, রাবারের জন্মনিরোধক, […]
Site By-AstuteHorse