তাঁকে নিয়ে কিছু লিখতে গেলেই নিজেকে বড়ো উচ্চকিত মনে হয়। মনে পড়ে তাঁর সেই অমোঘ শব্দবন্ধ – “শব্দহীন হও।” তিনি আমার মাস্টার মশাই, নমস্য ব্যক্তিত্ব শঙ্খ ঘোষ। তাঁকে নিয়ে লেখা, অর্থাৎ কিছু অক্ষর শব্দ […]
নিজের ছায়ায় ফাগুন দেখে হলুদে স্নান। বনাঞ্চলের শুকনো পাতায় বসন্ত মাখামাখি পাকদন্ডী ডিঙিয়ে শূন্যের উঁচুতে আরো উঁচুতে আঙ্গুল ছুঁতে চাইছে একটা হাসি—- মেঘের ডানায় সিপিয়া রঙ দুলছে, গোমেদরঙা হ্রদে বসন্ত জাগ্রত কবুতর উড়ে যাচ্ছে তিস্তাকে(সখা) […]
—– অথচ চোখের ভেতর এক আস্ত নদী; সাঁতরে পারাপার হতে পারিনি কখনো উজানের দিকে তাকালে পলক পড়ে না আবার বেজুবান ভাটির দিকে তাকালে টনটন করে বুকটা… তুমিও তো এমনি নদীই ছিলে—- এখন মনে হয় অনন্ত […]
Site By-AstuteHorse