আমি প্রমিস করি নোটবুকের পাতায় এরপর ভুলে যাই কতশত প্রমিস! ঠিকঠাক ঘুমোবো, রোজ সকালে সূর্যের সাথে দেখা করতে দৌড়ে যাবো দিগন্তে, মেঘের সাথে কোমর বেঁধে নেমে যাবো নদীতে, জলতরঙ্গে লিখে দেবো অর্ধশত অসমাপ্ত স্বপ্ন […]
বিশুদ্ধ হাওয়ার বড় অভাব আজকাল, ওহে হাওয়া কারিগর! পাঁজরের অস্থিতে বসে থাকা তিপ্পান্নটি অন্ধ বালক ঝড়ের মত ফিসফাস করে ‘দুই হাজার নয়শ বিরাশি দিন, দুই হাজার নয়শ বিরাশি রাত….. আজকাল কেবিনবদ্ধ লোকজন থিক থিকে অন্ধকারে […]
Site By-AstuteHorse