শারদীয়া একান্তই আমাদের প্রাণের যাপন, টানের উৎসব। এই মরসুমে এক অদৃশ্য শিল্পীর হাতে একসাথে সেজে ওঠে শহর-মফস্বল-গ্রাম-মন। আকাশের রূপ বদল থেকে শুরু করে ঢাকের শব্দ প্রথমবার কানে পৌঁছনো পর্যন্ত সময়টা যেন এক অধীর অপেক্ষার। রাস্তায় শ্রেণী-জাতি নির্বিশেষে মানুষের ঢল নামে। দেদার ভুরিভোজ ও আড্ডার মাঝে চলে সব ভাবনা ভুলে আরেকবার বেঁচে নেওয়া। সারাবছর হাতে টান থাকা মানুষটিও এই ক’দিন আনন্দের স্রোতে গা ভাসিয়ে দেন।
এমন উচ্ছ্বাসের মেজাজের মধ্যে প্রকাশিত হলো শব্দাশ্বর শারদীয় সংখ্যা “শারদ-সৃজন”। খ্যাতনামা সাহিত্যিক বাণী বসুর কবিতায় এবারের সংখ্যা সমুজ্জ্বল হয়েছে। এছাড়াও রয়েছে অন্যান্য কবিতা, গল্প, প্রবন্ধ ও ভ্রমণকাহিনী। সংশ্লিষ্ট সকল কবি ও লেখককে জানাই আন্তরিক অভিনন্দন। লেখা বাছাই, বিষয়বস্তুর বৈচিত্র্য এবং সম্পাদনার ক্ষেত্রে আমরা বরাবরই বিশেষ জোর দিয়ে থাকি। এবারেও তার ব্যতিক্রম হয়নি।
আসন্ন উৎসবের আমেজের সাথে সাথে শব্দাশ্বও সমানভাবে উদযাপিত হোক, পরিবর্ধিত পাঠকমহলের কাছে বিস্তার লাভ করুক, এই কামনা করি।
ধন্যবাদ ও শুভেচ্ছা,
শব্দাশ্ব সম্পাদকমণ্ডলী।
যোগাযোগ
Site By-AstuteHorse