প্রকাশিত হলো লেখকের স্বাধীনতার পত্রিকা শব্দাশ্বর অন্তর্জাল সংস্করণ “নববর্ষের নহবৎ।” নববর্ষ বঙ্গজীবনের এক অনন্যতার অনুষঙ্গের আনন্দময় অভিজ্ঞান, বাঙালির আত্মিক পরিচয়লিপি। নববর্ষ উপলক্ষ্যে এই সংখ্যাটিতে বহু শক্তিশালী লেখকের সহাবস্থানে বর্ষবরণের আনন্দকে অক্ষরের অনুপম রম্যতায় সুপরিস্ফুট করে তোলার এই সার্বিক প্রয়াসে যাঁরা আমাদের সঙ্গে দিলেন, তাঁদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রতিবারের মতই ভারত, বাংলাদেশ এবং উপমহাদেশীয় পরিমন্ডলের বাইরেও বিভিন্ন দেশ থেকে লেখকরা এখানে লিখেছেন। বাংলাদেশের সুপরিচিত এবং শক্তিশালী কবি ত্রিশাখ জলদাসের দুটি কবিতাও শব্দাশ্বের এই সংকলনে স্হান পেয়েছে। এই পর্যন্ত লিখিত সম্পাদকীয় আলোচনার ইতি ঘটিয়ে পত্রিকাটির রসাস্বাদন মানসে বক্তব্যটি সংক্ষিপ্ত করলাম। কথা বলুন শব্দাশ্বের লেখককূল। বয়োজ্যেষ্ঠদের নববর্ষের সশ্রদ্ধ প্রণাম, এবং সমবয়সী ও ছোটদের প্রতি রইল হার্দিক ভালোবাসা।
শব্দাশ্ব সম্পাদকমন্ডলী।
অর্ঘ্য রায় চৌধুরী
রুবানা ফারাহ্ আদিবা (ঊর্মি)
লীনা রায়চৌধুরী
আসিফ ইকবাল
যোগাযোগ করুনঃ
Arghya@shobdobd.com
Rubana@shobdobd.com
Lina@shobdobd.com
Asif@shobdobd.com
Site By-AstuteHorse