পার্বণ
শব্দাশ্বর সমস্ত পাঠক লেখক এবং শুভানুধ্যায়ীবর্গকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে প্রকাশিত হলো শব্দাশ্ব শারদ সংখ্যা “পার্বণ।”
দুর্গাপুজোর সঙ্গে বাঙালির লেখালিখির সম্পর্কটি বহুযুগব্যাপী এবং সুনিবিড়। বঙ্গীয় লেখক এবং পাঠককূল শারদোৎসবকে কেন্দ্র করে বহুবর্ষব্যাপী এবং চিরকালীন এক আলাপচারিতায় প্রত্যেকবারই মননশীলতায় নিমজ্জিত হয়েছেন। শব্দাশ্বও সেই আলাপচারিতার আনন্দপরিসরে সুসম্পৃক্ত হয়ে তার অক্ষরের অঞ্জলিটুকু সেই অঘটনঘটনপটিয়সী মহামায়ার কোটিচন্দ্রবিনিন্দিত শ্রীচরণকমলে শ্রদ্ধার সঙ্গে নিবেদন করল।
এই আনন্দোৎসব, মহা সমৃদ্ধির অমৃত আরোগ্যে বিশ্ববাসীর কাছে এক অনন্ত অভিজ্ঞান হয়ে উঠুক, এটুকুই আমাদের ঐকান্তিক প্রার্থণা।
শব্দাশ্বের এই শারদসংখ্যা খ্যাতিমান ও শক্তিশালী লেখকদের সঙ্গে সঙ্গে নবীন সুলেখকদের অক্ষরের দ্যুতিতে সমুজ্জ্বল এক সপ্রেম সানন্দপ্রয়াস। বঙ্গবাসীর এই আলোর উৎসবে শব্দাশ্ব শারদ সংখ্যা “পার্বণ” পাঠকের কাছে তাঁর আলোর বার্তাটুকু নিয়ে আনন্দময় এবং সদাজাগ্রত হয়ে থাক এই অভিলাষটুকুই ব্যক্ত করি। ভালো থাকবেন সবাই। শুভ শারদোৎসব।
শব্দাশ্ব সম্পাদকমণ্ডলী।
অর্ঘ্য রায় চৌধুরী
রুবানা ফারাহ্ আদিবা (ঊর্মি)
লীনা রায়চৌধুরী
আসিফ ইকবাল
সৌরীণ মুখার্জী
যোগাযোগ করুনঃ
[email protected]
[email protected]
[email protected]
[email protected]
[email protected]
Site By-AstuteHorse