বিহান

পয়লা বৈশাখ বাঙালির অন্যতম অভিজ্ঞান। এই বিশেষ দিনটিতে বিশ্বের তাবৎ বাঙালি এক অনন্যতার উৎসবে মেতে ওঠেন।‌ শব্দাশ্বও তার ব্যতিক্রম নয়। প্রত্যেকবারের মতই এই সংখ্যাতেও পয়লা বৈশাখ উপলক্ষে লিখেছেন বহু শক্তিশালী লেখক এবং কবি, বাংলা কবিতার অন্যতম মহারথী কবি হেলাল হাফিজ শব্দাশ্বের নববর্ষ সংখ্যার জন্য তাঁর শুভেচ্ছা জানিয়ে আমাকে লিখেছেন
“তোমার কবিতা প্রেমী বন্ধুদের আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিও।”

এ ছাড়াও স্বনামধন্য কবি একরাম আলীর একটি কবিতা এবারের সংখ্যায় শব্দাশ্বকে সুসমৃদ্ধ করেছে এবং আমাদের অলংকরণ শিল্পীরা নিষ্ঠার সঙ্গে কবিতা এবং গদ্যে তাঁদের অলংকরণ করেছেন। আমাদের পরম সুহৃদ সুলেখক নিখিল চক্রবর্তীর লেখা সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে একটি ব্যক্তিগত স্মৃতিচারণও শব্দাশ্বে তার জায়গা করে নিয়েছে।

পয়লা বৈশাখ সংখ্যার শব্দাশ্বর নাম রাখা হয়েছে “বিহান।” বিহান অর্থ “ভোর।” বাংলা দিনপঞ্জিকার এই প্রথম দিনটি সকলের জীবনেই আলোকোজ্জ্বল এক আনন্দ নিয়ে আসুক সর্বান্তঃকরণে এই প্রার্থণাই
করব।

শব্দাশ্ব সম্পাদকীয়কে কোনোদিনই বক্তব্যের ভারে ভারাক্রান্ত করেনি, এবারের শব্দাশ্বও তার ব্যতিক্রম নয়। কথা বলুক শব্দাশ্বের গদ্য এবং কবিতারা।‌
ভালো থাকবেন সবাই, শুভ নববর্ষ।

সম্পাদকমণ্ডলী
শব্দাশ্ব

অর্ঘ্য রায় চৌধুরী
রুবানা ফারাহ্ আদিবা (ঊর্মি)
লীনা রায়চৌধুরী
আসিফ ইকবাল
সৌরীণ মুখার্জী

যোগাযোগ করুনঃ
[email protected]

প্রকাশক - Publisher

Site By-iconAstuteHorse