বোধন
শারদীয়া শব্দাশ্ব “বোধন” বহু প্রতীক্ষিত ছিল। পুজোসংখ্যার কাজ পুজোর থেকে কম নয়, এবং এও এক পুজো, অক্ষর পূজন। অক্ষরায়ূধের দ্যুতিটি ঝলসে উঠেছে পুজোসংখ্যা “শব্দাশ্ব” র প্রতিটি লেখায় এবং অলঙ্করনে।
সারা বিশ্ব থেকেই শক্তিশালী কবি এবং লেখকরা এবার শব্দাশ্ব পুজো পরিক্রমায় আমাদের সানন্দ সহযাত্রী হয়েছেন। কবিতা দিয়ে আমাদের আনন্দিত এবং উৎসাহিত করেছেন শ্রদ্ধেয়া স্বনামধন্যা কবি যশোধরা রায়চৌধুরী। তাঁকে “শব্দাশ্ব”র পক্ষ থেকে হৃদয়বন্দিত ধন্যবাদ এবং ভালোলাগার অভিব্যক্তিটুকু জ্ঞাপন করলাম।
পুজোর আবহে বিচ্ছেদের কষ্টটিও কম নয়। শ্রদ্ধেয় অগ্রজ এবং স্বনামধন্য কবি প্রবুদ্ধসুন্দর কর সাম্প্রতিক অতীতে আমাদের কবিতার আসর ছেড়ে অনন্তকাব্যের ছায়াপথে পাড়ি দিয়েছেন। এই সংখ্যায় তাঁরও একটি কবিতা দেওয়ার কথা ছিল। এই পরমাত্মীয় বিয়োগ আমাদের ব্যথিত করেছে। প্রবুদ্ধসুন্দর করের প্রতি আমাদের সপ্রেম সম্মাননা জ্ঞাপন করলাম। তিনি আমাদের মধ্যে অনন্তকাল তাঁর শব্দসম্ভার নিয়ে চিরভাস্বর হয়ে থাকবেন।
শব্দাশ্ব কোনোদিনই সম্পাদকীয় বাগাড়ম্বড়ে বিশ্বাসী নয়। কথা বলুক শব্দাশ্ব।
সকলকেই শারদ অভিনন্দন এবং শুভেচ্ছা।
শব্দাশ্ব সম্পাদকমণ্ডলী।
অর্ঘ্য রায় চৌধুরী
রুবানা ফারাহ্ আদিবা (ঊর্মি)
লীনা রায়চৌধুরী
সৌরীণ মুখার্জী
যোগাযোগ করুনঃ
[email protected]
Site By-AstuteHorse